সোমবার, ২২ আগস্ট, ২০১৬

কোথায় কোনখানে আছে স্বস্তির নিঃশ্বাস?
মৌনতার চারপাশে শূণ্যতার আর্তনাদ।
অশুদ্ধতার মাঝে শুদ্ধতা সর্বনাশ,
অন্তহীন ঝড়ের দগ্ধ পূর্বাভাস।
পুষে রাখা হৃদপিন্ডে কষ্টের কথা.
যে মনেতে আছে জমা হাজার ব্যাথা।
না পাওয়ার হিসেবে হৃদয়ের রক্তক্ষরণ,
সময়ের সাথে বদলে যায় বিবর্ণ জীবন।
ঠিকানা চেয়েছিলাম,
সে কোথায় থাকে?
খুজেছি আমার এই কুঁড়েঘরে,
সে কতটুকু উঁচুতে?
সে কত দূরে?
গলায় জোড় দিয়ে ডাকি,
ক্ষণে ক্ষণে ডাকি,
মনে মনে ডাকি,
সারাদিন ডাকি,
নিরবভাবে ডাকি,
সে কোনদিনও আসে না।
তৃক্ষ দৃষ্টি রেখে সারাদিন করি খেলা,
একটুকু ছায়াও তাকে স্পর্শ করা যায় না।
অসুস্থ নগ্ন বিবেকের অফুরন্ত জ্যোতি
বিবর্ণ হয় যত অনুভূতি।
অন্তরে ভেতরে বাহিরে এই কোন ফাঁকি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন