শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

ছোঁবো তোমাকেই বলিনি শেকল
ইচ্ছাবিন্দুর হয়নি অধিবাস
ছেড়ে যাচ্ছি পুষে রাখা মায়া
যেটুকু জেগেছো বাসর থেকো অবিকল
রাত, যে আব্দারে ভেঙেছো নির্মাণ
কাজল দিয়েছো ধুয়ে
পাতার অসুখ জেনে স্থির চাঁদ
হারানো সখ্যতায় থেকো অনির্বাণ
অমুলক নয় বৃষ্টি ও প্লাবন
মেঘেরা পালায় ফেলে মন
কেউ যদি না বলে প্রেম
নদীকে দেখা তবু বারণ ?
স্পর্শদিনের ছায়া আরও কাঁদ
শ্রাবণের বেদনা-বিষাদে
প্রণয়ের সুখ জেনেছি কঠিন
তার চেয়ে ভালো অবসাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন