শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

অশরীরি - দের ছায়া রাতেও দীর্ঘতর
রোদ্দুর মুখ লুকায় যদি অভিমানে
দোষের কি হোতো !
হাসির আড়ালে আস্তিনের নীচে
ধারালো ছুরিকায় পিপাসা
মেঘলা আকাশ শাওনের আশা জাগাতে পারতো
হাসি না থাকলে বড়ো ভালো হোতো !

মৃতেরা বড্ড বেশী কথা বলে এখন
কথা না হলে বড়ো ভালো হোতো ।
ইচ্ছে আছে আজ খোলা ক্যানভাসে
লিখবো না না না...
অবুঝ মন
আলেয়ার পিছু পিছু ধায়
মাটিতে পা রেখে
রেহাই দাও...
এবার তফাৎ যাও...
আলোর গান লিখতেই যে চাই
তুমি সামনে এসে সব গুলিয়ে দাও
পূব আকাশ আজও মেঘের কালো ভেলা
জ্যান্ত কিছু মানুষ এখনো উজানে যায়
আমিও যেতে চাই...
স্রোত আর রক্তের কাব্য
পারলে লিখবো
নচেৎ এই হোক আমার শেষ লেখা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন