রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

রাত নিশিতে বৃষ্টি এলে
চুপটি করে থাকিস তুই।
তোরে ছাড়া মেঘলা আকাশ
একলা আমি কেমনে ছুঁই!!
রাত নিশিতে বৃষ্টি এলে
হাতটি মোর হাতেই রাখ।
মেঘলা আকাশ চোখে এঁকে,
উড়িয়ে দে পাখির ঝাঁক।
রাত নিশিতে বৃষ্টি এলে
হাত বাড়িয়ে থাকিস ছুঁয়ে।
হাজার বর্ষা রাত কাঁপিয়ে
যতন করে ঠোঁটের ভাজে।
রাত নিশিতে বৃষ্টি এলে
যত্ন করে রাখিস তুলে।
পদ্ম পুকুর থাকবে সেজে,
মনের কোণে বেহাগ বেজে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন