শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

প্রেমহীন জীবন যাপন,
মরুভূমিতে রাত্রিবাসের মতন,
অসহনীয়,ঝঞ্ঝা লাঞ্ছিত যেমন।
নবযৌবনের এত উদীয়মান কবি,
লিখে চলেছেন তাঁদের কবিতায়,
তাঁদের মনের কতনা প্রেমের ছবি,
সে মন কি ফিরে পাব এখন,
যতোই নিজেকে তরুণ ভাবি।
তবু প্রেম তো রয়েছে মনে,
রেখেছি সযতনে ও সঙ্গোপনে,।
কুয়াশা যতোই পরিণত হোক ,
আশ্রয় নেবে ঐ মেঘেরই বুকে,
নব-উদ্দমে বৃষ্টি রূপে আসবে ফিরে,
আবার কুয়াশার জন্ম হবে ।
আমিও কুয়াশা মেঘের মত,
প্রেমেই ডুবে রয়েছি অবিরত।
প্রকাশ পাবার নেই অবকাশ,
হৃদয়ে যে রয়েছে নীরবে ,
পাই না সেই আশ্বাস।
প্রেম নাকি জীবনে আসে একবার,
তাই প্রথম প্রেমই প্রেম,আর সব মেকি,
কিন্তু সেটাই প্রকৃত সত্য কি ?
আসলে সব প্রেমই প্রেম যতবার আসুক,
এ তো নয় কোন হুজুগ বা অসুখ।
প্রেম স্থির,সুন্দর,অখন্ড,জীবনের স্বাক্ষর,
জীবনই তো প্রেমময়, তাই চিরভাস্বর।
কেবল মানুষেই নয়,এ যে প্রকৃতিময়,
তাই সর্বত্রই দেখি কেবল প্রেমেরই জয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন