শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

কখনো-বা তুমি তছনছ করে দাও
পড়ন্ত গোধূলীর রক্তিম আভা
হৃদ বিদ্যুৎ-স্ফুলিঙ্গ নিয়ে ছুটে আস
চন্দের মুখোমুখি. নীলাভ জোৎস্নার আলো
খেলা করে তোমার শরীল বেয়ে।
নীল আকাশে অগনিত তারার মাঝেে
উজ্জল নক্ষত্র হয়ে তুমি হাসো
তোমার বাতায়নে ভালবাসারা ভীড় করে।
তোমার চোখের পাতা ওঠানামায়
ব্যস্ত হয়ে ওঠে কত অজানা প্রেমিক
প্রেমের বিশালতায়, আদরের সান্তনায়।
তবু তুমি হাসো, অাবার কাঁদো,,,,,,,,,,,,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন