মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬

সেদিন বেলাশেষে তুমি
একটি রক্তজবার কথা বলেছিলে;
নোনাজলে ফুটবে কি সেই জবাফুল ?
ভাসাবে কি তরী রক্ত-প্লাবনে?
রাতভর অশ্রু-স্নাত
মেঘেদের গায়ে ধূসর জামা
তোমার অবয়বে নিবিষ্ট শঙ্খচিল-ডানা
শিথানের পাশে গুটিসুটি জোনাক-তারা---
তুমি আমাকে একটি জবাফুলের কথা বলেছিলে...
নিঝুম বনের বুক চিরে যে নদী চলে গেছে
আমি তার নাম জানি না
তুমিও তো তাকে ভুল নামে ডাকো !
স্বচ্ছ কাচের দেয়াল ভেঙে
তুলে আনো প্রভাত-কুসুম তরী...
হে নিষ্ঠুর প্রিয়তমা ! প্রবোধ দিও না !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন