শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

শিউলিঝরা শরৎ এলো মন ভরে যায আবেগে
কাশফুলের শুভ্রশোভা মন ভোলানো এ হৃদয়ে
সোনা রোদে আকাশ মর ভরে যায় প্রকৃতি
রঙিন হয়ে ওঠে মন যেন নব প্রেম পিরিতি
নদীর ধারে কাশবন দুলেছে কেমন টলমল
আনন্দে তাই আকাম বুকে বইছে নদীজল
শরৎ শোভার এই অবনী কেমন ঝল মল
আকাশটাতো নীলাম্বরী ছুটছে মেঘের দল
মরৎ আসে দারুন প্রবা দারুন উজ্জ্বরতায়
শিউলিমালা ভরা থাকে প্রেমের কথকথায়
প্রভাত হলেই ছুটে সবাই শিউলি কুড়াতে
প্রতীক্ষায় থাকতো দুচোখ সেই আঙ্গিনাতে
নীল আকাশে দেখ কেমন পেজা তুলার ভীড়
মন খারাপের মতো হঠাৎ বৃষ্টি ঝির ঝির।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন