শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

উদ্বেলিত হয় ভাঙ্গামনের চাহিদা মেটানোর
সব আয়োজন।
অজস্র তারায় তারায় নিজের অস্তিত্ব প্রমাণের
প্রয়াসী হয় মন ।
সুদূর আকাশে জীবন তার অর্থ খোঁজে
জীবন বুঝতেই পারেনা।
কখন যে গোধুলী পেরিয়ে আধাঁর নামে
অন্ধকারে সব যায় হারিয়ে।
অভাবনীয় কামনার মায়াবী বন্ধনে
জড়িয়েছে হৃদয়কে।
শুধু একা একা মনে মনে - সুখ খোঁজা
দুঃখের সঙ্গী কেউ নয়।
জীবন যেন অর্থহীন আনন্দ উল্লাসহীন
জীবন মানতেই চায়না ।
সুখহীন জীবন যেন জীবন নয়
কষ্টের সাথী কেউ নয় ।
ক্ষুধার্তদের উন্মুক্ত আকাশ আবাসে
ভালবাসা মূল্যহীন।
নদীর বুকে জলশূন্য শুষ্কতায় মনের আকুলতা
অচলায়তনে হৃদ-ছন্দের পতন।
জীবনকে সরল সোজা পথে চলতে অন্তরায়
মনের রাক্ষুসে ক্ষুধা ।
শুধু সুখ খোঁজা বেপরোয়া প্রেমের নেশায়
আসক্ত হয় জীবন।
প্রান বেঁচে আছে অন্তঃহীন সাগরে
চাহিদার বাসনায় ।
কামনার আগুনে ঝলসিত লোলুপতায়
সন্যাসী যাপন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন