শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

বেড়িয়ে পড়ল অনাদ্রিতা
ঘন অন্ধকারে পাশের মানুষটাকেই চেনা যখন দায়,
তখনি তুলসি তলায় বাতি দিয়ে গেল সময়।
ঝোড়ো বর্ষায় ভেজা বঁড়শিতে মাছ তুলেছে অনির্বাণ।
ছিঁড়ে যাওয়া পাতার ওপরেও অনায়াস বসে থাকা পিঁপড়েটা
আঁকড়ে ধরল বুক।
রক্তপাতের অপেক্ষায় বসে থাকা আর একজন
সরিয়ে নিল থালা।
আজ আর আহারের প্রয়োজন নেই,
রক্তপাতে পূর্ণ হয়েছে জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন