শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

হঠাত করেই একেকটা মূহুর্ত আসে,
ঝড়ের বেগে ওলোটপালোট সব।
কিছুইনা অথচ তীব্র সাধারণ কিছু ,
ঠেলে সরিয়ে দেয় আমায় এককোণায়।
একটু আগেও তো কাঁধ মিলিয়েছি,
তছনছ হয়ে গেছে সংযমের শাসন।
নতজানু হয়ে গেলে আখরের কাছে
কবিতা হয়,দাবদাহেও বসন্ত আসে।
হয়ত একনিষ্ঠ হতেই পারিনি কখনো
তোমার কাছে অথবা কবিতার কাছে।
তোমায় পেলে তবে কেন বল,
কবিতাও ভুলে যাই নির্দ্বিধায়??

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন