শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

তবুও, নিশ্চিত যেকোনো সময়
আসবে ডাক নীল খামে ।
যদিও তেমন প্রস্তুতি নেই আমার।
অন্য কোথাও নয়,প্রকৃতিই স্বর্গ -
গাছের সবুজ-আভায় মিষ্টি রোদের খেলা,
শাখায় শাখায় পাখির সু-মধুর কলতান ।
জীবন চলেছে জীবনের ছন্দে,
জীবনের রথ থেমে নেই ।
অনেক দূরে আকাশের গায়ে
ছিটেফোঁটা মেঘ,
নবান্নের গন্ধ বাতাসে,
রাসযাত্রার ধূম,
সুন্দর সময়ের সতেজ অনুভব
কুয়াশার আবেশ মন্থর আবছা।
ভাবনাগুলোও এখানেই নানা-ভাবে আবর্তিত
মাছেদের উল্লাস নদীর জলের মৃদু স্রোতধারায়,
মন পড়ে থাকে এখানে সেখানে,
ভালবাসার বিস্তীর্ন হৃদয় জুড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন