শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬

বেলাশেষে গোধুলীর বিচ্ছিন্নতার মনোবিকাশে
চোখে ভেসে আসে আগাম অন্ধকার
দূরাভাষে তুমি ছলনার হাসি হেসে
হতাশার বীজ রোপন করো বিনাচাষে।
মেয়াদউত্তীর্ন প্রেম চুক্তির বিনিয়োগে
অচল করে দাও জীবনাবাস।
তোমার ছলনা কেউ তো বুঝেনা
ঘটে যে শুধু চৈত্রের সর্বনাশ
আঁড়ি পেতে বসে থাকে মনে
কি হতে কি হয়ে যায় যখন তখন।
নীল নকশার ব্যর্থতায়
শঙ্কামুক্ত থেকেছি গোপনে
তোমার বিলাসী মনের
গোপন কুঠরীতে জারী করো
খেলাপী প্রেমের আর্তনাদ।
প্রবণতা বাড়ছে প্রেম ও দাসত্বের
চলছে পরকীয়ার জলোচ্ছাস
সমাজের মাঝে তাই-তো বাড়ছে নিত্য আহাকার।
তোমার ছলনায় বাসা বাঁধে প্রাণ
প্রেমের অনলে পোড়াও তুমি
আমার হৃদয় খানি।
আমি স্মৃতির আগুনে
পুড়ে হই বেদনা সন্ধানী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন