শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬

মেঘলা প্রহর দুপুরে শ্রাবনের ধারা বরষে,
কৃষ্ণচূড়া ঝরে সমাধি পরে বেলাশেষে।
নিভৃতে আনমনে ঝরে ঝরে গেছে ফুলেরা,
একেলা বউ কথা কও ডেকে ডেকে দিশেহারা।
মউ মউ ঘ্রাণ সরিষা ক্ষেতে হলদে বরণ দুপুরে,
গাঙ ফড়িং এর চঞ্চল নাচ শাপলা-কমল এক পুকুরে।
ঘাসের চাদরে টলমল বৃষ্টিজল মাতোয়ারা,
জলের আয়নায় আকাশের ছায়া,মুখ দ্যাখে গাছেরা।
শুকনো পুষ্পবৃন্তে লেগে থাকে ফুলকুঁড়ির আশা,
ফুরায় প্রেম, সব চাওয়া-পাওয়া,
ফুরায় না ভালোবাসা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন