মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬

আজ সুপার মুনের নক্ষত্রের এই রাতে
আলোগুলো নিভে যেতো,তবে কেমন হতো !
এই যে আমি অন্য এক সময়ে দাঁড়িয়ে আছি
এ আমি নই অন্য কেউ
এখানে কি কেউ আছে যে কবিতা শোনাবে আজ রাতে?
আমি বদলে যেতে যেতে কেমন করে যেন
অনিবার্য ভাবে তোমার কাছেই ফিরে আসি
তুমি কি পারো আমায় একটি কবিতা শোনাতে
স্তব্ধ সময়ের কাছে আজ প্রশ্ন নেই উত্তর নেই
কেবল একটি ছায়ার দেয়ালে
কিছু অস্পষ্ট জীবন রেখার আঁকিবুঁকি
এখানে কি কেউ আছে যে কবিতা শোনাবে আজ রাতে
থেমে যায় ঝড় কেবল থেকে থেকে
বিদ্যুৎ চমকে ওঠে দূর আকাশে
আর কবিতা শোনার এক আশ্চর্য আকুলতা বেড়ে চলে
এখানে কি কেউ আছে যে কবিতা শোনাবে আজ রাতে...
সন্ধ্যার নীলে ছায়াঘেরা বাড়িটা ছেয়ে যায়
শিরশির বাতাসে ঝিরিঝিরি বৃষ্টির ছাট এসে
ভিজিয়ে দিয়ে যায় সন্ধ্যার মুখ
চোখের কাজল লেপটে রাত নামে
মোমবাতির রহস্য ছায়ার দেয়ালে তাকিয়ে থাকে একমনে
কি ভাবে কি ভেবে ভেবে যায়
ঝরো হাওয়ায় সন্ধ্যার বুক যেন তোলপাড় ওঠে
শান্ত নদীর তীরে সন্ধ্যা তলিয়ে যায় রাত আঁধার জলে
এখানে কি কেউ আছে যে কবিতা শোনাবে আজ রাতে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন