শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

সত্তা আর অস্তিত্ব মিলে
হৃদয় আগুনের ফুলকিতে খুঁজি চরম আপেক্ষিকতা
মন মাতানো প্রলোভনে
দুঃখের পরিমাপ শনাক্ত করতে গিয়ে
ছন্দের কাশবনে হেলে দুলে ভুলের মাসুলে নিজেকে হারাই।
মনের কৌশলে তোমার অস্তিত্বে ফোটে রাতপদ্ম
শরৎ এসেছে স্বপ্ন বিষন্নতার আড়ালে
সংগোপনে তুমি সমৃদ্ধ করেছো
সীমাবদ্ধতার অবাধ্যতা।
আমি সামাজিক জাতাকলে
বাকি সত্যতার কাছে রাখি মনষ্কতা
হৃদ বন্ধনের তত্ত্বমিল তোমার অজান্তে
করে বিরল দস্যুতা বেলাশেষের গানের কলি
গেয়ে ওঠে গৌধুলির পাখি।
প্রেম তোমার মোহের কাছে আমি হার-মানিনি
শর্তমেনে ভালবাসার ঘাটতি পূরণে
তুমি আবেগের ভাগ বসাও
আমার হৃদয়ের কোনে।
নৈঃশব্দের দুঃখ অবসাদে
সন্ধ্যা ও প্রভাত ধরা দেয় মনে
একাকিত্ব বোবাস্বরে বেদনার ঘরে
বাজেয়াপ্ত করে দ্বিধার তুলনা
তুমি শংকামুক্তির বিফলে
প্রেমের কপালে লিখো আমার ভবিতব্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন