শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

তুমি কি পারবে না স্বর্গের অপ্সরী
ফিরিয়ে দিতে ভোরের আলোয় ¯স্নাত শিশির ?
বলো আর কতকাল রাখবে এভাবে
কতটা প্রহর থাকব আমি নিদ্রাহীন ?
না-কি সুখের ছোঁয়ায় তুমি চেয়েছ
আমি পাথর হয়ে থাকি ?
মনে পড়ে তোমার স্বর্ণ খচিত মানচিত্রে কিছু স্বপ্ন
তৈরী করেছিলাম মধ্যরাতে তুমি আর আমি-
অাজ হৃদয়াকাশে বৃষ্টি ভেজা মলিন পৃথিবী
আমি সবুজ ঘাসে একখন্ড পাথর হয়ে আছি।
ঝাঁক ঝাঁক বলাকারা ওড়ে যেত
সবুেজর প্রান্ত সীমায় ঘন কুয়াশায়।
চোখের তারায় ছিল তোমার আকাশের সবটুকু নীল
সেই নীল তুমি আজ তুচ্ছ করে দিয়েছো বিলীন....।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন