শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬

তার সবটুকুই আসল যা কিছু
আবৃত নকল মোহরে
আয়োজন চলছে সঙ্ সাজার
আবেগহীন চরিত্র অকংনে।
বেমালুম বেসামাল মানুষ
অবাধ বিতর্কিত ভূমিকায়
নিজের পরিমন্ডের বাহিরে
নেই মানুষ নেই চরিত্র।
হাসিতে প্রচন্ড কৃত্রিমতায়
এখানে প্রেম খেলা করে প্রতারণার
সংস্কৃতির বিশেষ সুন্দর অঙ্গ নিয়ে
নির্বিঘ্নে শুধুই প্রেম প্রেম ।
মানুষ দেখেছি দেখেছি অগণিত
মানুষের প্রেতাত্মার জীবন
মূর্তমান নাম দেহ নিয়ে আতংকে
পাইনি আসল মানুষ কোনো খানে ।
গ্রামে -গঞ্জে শহরে-বন্দরে খুঁজেছি সবখানে
হাজার কোটি মানুষের ভিড়ে
লোকালয়ে পথে- প্রান্তরে বনে-বাঁদাড়ে
মানুষ খুঁজে বেড়াই সত্যিকারের মানুষ ।
খুঁজেছি ঘাম ঝরা ক্লান্তি নিয়ে
অনিদ্রায় দিনরাত অনাহারে জীবনের
অর্থহীন ভুলে ভরা হিসেব নিয়ে খুজেছি
আজও পাইনি সেই সত্যিকারের মানুষটারে।....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন