শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

বারুদের স্তূপে বসে আকাশের গান শুনি
মধ্য নিশীথে ধ্রুবতারার সাথে সদ্য উৎপাতিত তারাদের গুনি
সংযম আর কত, কত ফুল অকালে ঝরলে এ মরণ খেলা সাঙ্গ হবে!
হয়তবা আমার ও মরণ সকাত ও সলিলে,
নীরবে পৃথিবীর বুকে পরে থাকবে শুধু আমার পদ চিহ্ন
সাহুকারেরা আমার শরীর টাকে করবে ছিন্ন ভিন্ন
আবার কেউ নন্দিনী হবে, আবার নতুন অঙ্ক কষবে
জীবনের অসমাপ্ত কবিতা পুনরায় লিখবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন