শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

অবেলায় নষ্ট করে
বুভূক্ষু প্রতীক্ষারা।
তোমাকেই ঘিরে আবর্তিত দুঃখ কষ্ট
মোহ আমার অনধিকার তোমার উপর
তোমার একটু ছোঁয়া ক্ষুব্ধ অভিমান।
দুরন্ত প্রবাহে যাই হারিয়ে
যৌবনে ফিরে আসি এক লহমায়।
বৃষ্টিতে ভিজে শাড়ি আর তুমি হও একাকার
সৃষ্টি হয় কাব্যরস তখন আমার।
প্রষ্ফুটিত গোলাপ মঞ্জুরীর গোপন আহ্বান
ছন্দে গন্ধে প্রাণের সঞ্চার হয় নতুন মাত্রায় -
ওষ্ঠে যখন টলোমল জলের ফোঁটা
আকাঙ্ক্ষা বাড়ে যে তখন চুম্বনের।
তান্ডবে জাগে ঘনিষ্ঠতার প্রত্যয় -
কাঁপন তোমার নিঃশ্বাসে,ঝড় আমার বুকে
দেহের উপেক্ষিত স্পর্শহীন ভাঁজে
অনাবিষ্কৃত রহস্য আমার হৃদয় জুড়ে।
তোমার মুক্তোখচিত অবয়ব-
শিশিরের মাঝে আবেগের আলোকিত উচ্ছ্বাস
দুরন্ত ভালবাসার গবেষণায়
কবিতার প্রেরণা তুমি আমার।""

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন