শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

দুরাশার মরুপথে
যদি আসে ফিরে
উন্মিলীত চোখে
তবু জেগে থাকে
সেই স্বপ্ন দেখার ক্ষণ
দেখবে বলে।

আমার স্বপ্ন সাধ
পূরণ হওয়ার নয়,
আমিও স্বপ্নহীন নই ,
স্বপ্ন দেখি তাই
জেগে জেগেই হারাই।
আলোয় মাখানো
পূর্ণিমায় ভরা বারোমাস
সেখানে স্বপ্নেরা খেলা করে
সবুজ শাখায় স্বপ্নের
বিচরণ দেখি নিরন্তর।
দুরাকাশে চাঁদের দেশে
বিস্তর ভাবনার শুকনো
ডালে বাস করি আর
নিজের মতো করে
স্বপ্ন বিভোরে তোমায় ভাবি
কিছুতেই দেয়না ধরা স্বপ্ন আমার।
অকৃপণ প্রহর কেটে যায়
স্বপ্নেরা কাছে আসে না ,
আমার চোখে স্বপ্ন
অপেক্ষায় অপেক্ষায়
হারিয়ে যায় সেই সুদুরে।
হারিয়ে ফেলি খেই
চেয়ে চেয়ে দেখি
স্বপ্নহীন মাঝে তোমার স্বপ্ন
সাধিকাদের অবাধ বিচরণ
বাহারি ফানুসের ভিড়ে
আমার স্বপ্ন হয় না উজ্জ্বল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন