শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

অজস্র ঢেউ জলের কাছে
কী যন্ত্রণায় মরছে আহা ! নদী !
চৈত্রবাতাস, তুমিও পোড়ো
ধুলোর উঠোন থমকে দাঁড়ায় যদি...
হৃদয় জুড়ে বৃষ্টি তুমুল
আমি তবু আকাশে মুখ ঢাকি
যখন তুমি পোড়াও, পোড়ো ;
দহনজ্বালায় চুপটি করে থাকি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন