শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

অধিকার না থাকলে সেখানে
সম্পর্ক ভিত্তিহীন হয়ে পড়ে
অধিকারের মাঝেই সম্পর্কের
গুরুত্বের মাত্রা বহন করে
তাই আজ মনান্তরে ভাবি
তোমার অবাক চাউনি নিয়ে
ঝরে যাবো কোনো একদিন
পাড়ের ছলাৎ ছলাৎ শব্দের কাছে
জেনে নেবো তোমার হাসির টুপটুপ
শব্দের ঠিকানা
তোমার চিবুকের
মেঘ কালো তিলের কাছে
হাত পেতে চেয়ে নেবো কলঙ্কের অহঙ্কার
অনামিকার অঙ্গুরী তে হীরক হ'তে চাওয়া
আমার হ্যাংলামীকে রেখে যাবো
তোমার রুমঝুম পায়ের পরশে...
হেরেও জিতে নেবো আলতার বিশ্বাস
আমার কবিতার খসরায়
তুমি আমার একান্ত কবিতা থেকো
দূর থেকে সুদূরে
ঝটপট ডানা্র শব্দে ধ্বনিত হব আমি
তোমার স্পন্দনে...
ভালো থাকা আজ থাক
আরো কিছুকাল খারাপ থেকে
বিরতির যতিচিহ্নে
আমি তোমাকেই চাইবো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন