শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

মেঘ বারবার বল্লো আকাশকে “
আমি জানি কে আমায় গর্ভবতী করল”
মুক্ত আকাশের এক কোনে নেমে এসেছিল
খন্ড খন্ড শুভ্র মেঘের ভেলাগুলো.....
আকাশে উড়ছিল নানা রঙের পাখি ছন্দহীনের মত
দুপুরের কড়া রোদ হাতছানি দিচ্ছিল বিকেলকে
হঠাৎ নেমে এল সন্ধ্যা তার মোহনীয় রূপ নিয়ে
ঠিক তখনি মেঘটা লজ্জাহীনা হয়ে গর্ভবতী হল ।
ঝড়ে পড়লো সীমাহীন এই পৃথীবীর বুকে....
সব ধুষিত রক্ত ধুয়ে দিয়ে পবিত্র করে দিল এই ধরাতলকে...

পাপ মোচনের উছিলায় ঝর ঝর বৃষ্টি নামলো।
নিবিড় স্নেহবন্দী হয়ে মেঘ ভুলে গেল তার কুমারীত্ব!!!
জীবনের কলঙ্ক রয়ে গেল তার সীমান্ত জুড়ে ঠিক হৃদয়ের মধ্যখানে
সমাজ ছিঃ ছি করলো, নরম সকালের রোদটাও এড়িয়ে গেল মেঘকে
শুধু আকাশের বুকে নানা রঙের পাখিগুলো তখনও উড়ছিল
উড়ছে আর মেঘকে মুচকি হেসে বলছে “
এস মেঘ তুমিও পাখি হয়ে যাও,
গর্ভবতী হবার ভয় থাকবে না..............
সীমাহীন লজ্জা তোমার থাকবেনা
মানুষ মানুষকেই লজ্জিত করবে
সত্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অপেক্ষা করো ......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন