শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬

কবিতা তোমার চুলে শ্রাবনের মেঘ জমে আছে
জোসনারা ছেয়ে গেছে মেঘের নিকষ অন্ধকারে
হারিয়ে গেছে অতলান্তে জীবনের কুল।
যদি পুর্নিমা ছুঁয়ে যায় এই রাতে, জানি ঠিক
ফিরে পাবে মেহনার ঘাটে ।
এখন আমি আর কাঁদিনা শরতের রাতে
সারারাত গায়ে মেখে বৃস্টির জল
ব্যর্থ মন কালো মুখ হয়ে
ফিরে যায় কষ্টের দলে।
অশ্রুরা স্নান শেষে হেসে ওঠে
দিনের আলোয়।
কবিতার মাঝে শরৎ মেঘের জড়াজড়িতে
সাজঁবেলায় কেশের চুড়ায় মেঘের বাড়ীতে
সৃষ্টি খেলায় শরৎ নামে গোপন সন্ধিতে।
ওগো তুমি কি গিয়েছো আকাশপুরে ?
তোমার দেহে কেন এত শরৎ নামে
বলতে পারো কবিতা !!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন