শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

বালুচরে একান্তে আমি
নিরাশার নিরজনে,
প্রদ্বীপের শিখা জ্বেলে রই
ক্ষীণ আলোয় আনমনে ।
শরতের শিউলিরা
দোলা দিয়ে যায় চুপিসারে,
বিরহ অভিসার আসে
আমার বাগানে ফুলের বাহারে।
সীমানা পেরিয়ে
বাড়ায় কষ্টের উপলব্ধি
অব্যক্ত হৃদয়ের ভাষা
আজ বড়ই অস্পষ্ট।
হারিয়ে যাওয়া
দূর নিলীমায় দিগন্তের
ধূসর ওপারে কোথাও
বিরহের মাঝে দুঃখ বাড়ায়।
ভুলগুলো ঐ
ভুলে যেতে চাই
আদরের প্রহর-গুলো
নীরবে কাদাঁয়।
কাব্য কথার
লেখনীর ফাঁকি শূন্য পাতায়,
নীল বেদনা কাঁদে একাকী
নীরব যন্ত্রণায়।
কষ্টের ঝালাপালার
অচল পাতায় লেখনী আমার,
এলোমেলো শব্দের কাতরে
পঙক্তিমালা যায় হারিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন