শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

প্রতিদিন, প্রতিরাত,
আনত সময়ের দীর্ঘশ্বাস।


এ কেবল আমাকে মানায়।
হাল ছেড়ে দেওয়া জীবনের দোলাচল
যে হাওয়ায় তিরতির করে চুমো খাব ভাবি,
সেখানেই ঝোড়ো নিঃশ্বাস।
অবিকল এক বিভ্রম,
মিশে যেতেই থাকে ক্রমান্বয়ে
ভাল থাকবার কৌটোয়।
ঢাকনা খোলবার যে নিশ্চেষ্ট প্রয়াস,
তাতে ঢেউ ওঠেনি আজও।
এবেলায় তাতে ফেনা-ভাতের প্রতিশ্রুতি,
আগামীতে নির্ঘাত বিপর্যয়,
সূর্য এখন আপাত শান্ত ও গতিময়।
আলো ঢালবার সময় আসেনি তার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন