শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

এক পুরোনো ধাক্কায় আগামী
রেখে গেল ভরা শূন্যতা।
গাঢ় নীল হয়ে ওঠার প্রস্তুতি নেয়
আর একটি তারার।
গনগনে আঁচে সেঁকে নেই অবয়ব
নির্বাণমুখী আলোয়।
ঘুরপাক খাই, একলা পথের বাঁকে
তখন মুছে যায় চারিদিক।
ফিরে আসে আনমনা নিস্তব্ধতায়
একে একে সব আলো।
ধীরে ধীরে ঝিম ধরে শরীরে সন্ধ্যা নামে
যেন ঝলসে উঠে নিভিয়ে দিল।
একসময় হিম হয়ে শরীর
অন্ধকারে হারিয়ে গেল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন