শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

ফিরিয়ে দাও হে তোমরা ফিরিয়ে দাও
রক্ত ঘামে লেখা মানুষের প্রাচীনলিপি
কালের কলম লাঙলের ইতিহাস
স্বপ্নবিবরে মৃত্যুঞ্জয়ী জন্মক্ষুধা... ।
ফিরিয়ে দাও হে তোমরা ফিরিয়ে দাও
স্বকাল সে গঙ্গারিডির মুণ্ডা শবর
নিষাদের পুষ্পিত রঙিন হাত,
রাঢ় বঙ্গ দ্রাবিঢ়ের বুক ফুঁড়ে
সশব্দে হেসে উঠুক নগর-জনপদ
সন্তগ্রামে কল্লোল তুলুক উজ্জ্বল যুবা যুবতী।
তোমরা অনার্য জাতি
তোমাদের দুঃখগুলো ‘হা’ করে কপাট খুলে আছে
তোমরা অনার্য জাতি
তোমাদের জীবন চিহ্নে কোনো অলৌকিক গাঁথা নাই।
তোমরা এসেছো- যুগে যুগে বারবার
মৃত সময়ের অস্তির স্তূপ থেকে
দ্রোহে বিদ্রোহে সংগ্রাম চেতনায়
তোমরা এসেছো........
জীবনের ঘুম ভাঙাতে তোমরা এসেছো
তৃণাঙ্কুরের স্বপ্ন জাগাতে তোমরা এসেছো..।
তোমরাই শিখিয়েছো যা তোমাদেরই লুট করা
লুকানো ইতিহাস............
তোমরাই দিয়েছো যা নিয়েছো নিঙড়ে
করেছো প্রভুকে দাস !
গোপন প্রেমিক খুঁজে পাক ঐতিহ্যের সুগন্ধ
অঙ্কুরিত প্রতিটি শষ্য হোক সম্ভার সম্ভাবনার।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন