শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

কোন পৌরাণিক যুগে শুরু হয়েছিলো জানিনা
পাতায় পাতায় রং বেরং এর উজ্জ্বল কাহিনী
আমি এখানে বড্ড বেশী বেমানান!
হাত বাড়ালাম অচেনা এক কাব্যের পথে
বর্ণময় শব্দের ভিড়ে আমার ভাঙা কলম কালিহীন
শব্দহীনের মাঝে খুঁজে পাচ্ছি না নিজেকে
মনে পড়ছে না আমার পূর্বজন্মের কথা
আমি কি চর্যাপদ থেকে এসেছি?
পদাবলী?
না কি
মঙ্গল কাব্য?
তা আমি জানিনা
নিজেই এসেছি নাকি কোন পথভোলা মন
আমাকে নিয়ে এসেছে এখানে
সামনে রোদের ঝলমল মলাটে
এক বিশাল কাব্য গ্রন্থ
ফিরে যাওয়ার জন্য পিছু ফিরতেই দেখি
যে ধুঁসর পথ ধরে এসেছিলাম
কোন এক ছলনামযীর গুপ্ত মন্ত্রে তা উধাও,
সেখানে প্রাগৈতিহাসিক নিকোষ গাঢ় অন্ধকার
দ্বিতীয় কোন পথ নেই আর
আমি ছুটে চলেছি অনন্তকাল
কোন গন্তব্য নেই আমার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন