শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

অশ্রুধারায় ঝরে পড়ে,
বুঝিনা তার রকমসকম
আমার কিছু কষ্ট আছে,
কষ্টগুলো অন্যরকম।
কষ্টগুলো চোখের তারায়
দিবা লোকে স্বপ্ন বোনে।
কষ্টগুলো ঠোঁটের ভাজে,
মৃদু ঢেউয়ের শব্দে বাজে।
নিলয় জুড়ে বইছে শুধু ,
অস্থির এক সুরের মাতম
আমার কিছু কষ্ট আছে,
কষ্টগুলো অন্যরকম।
কষ্টগুলো হৃদয়ে গুজি
বিশেষ কিছু অর্থ খুঁজি।
কষ্টগুলো মনের পাশে,
ফিসফিসিয়ে ভালোবাসে।
আমার কিছু কষ্ট আছে,
কষ্টগুলো অন্যরকম ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন