শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬

এরপর দিন হলো অবসান, বিজলীর আলো
যদিও নিজের নয়, তবু
বুকে রাখা, অশান্ত সময় এলে তাও ভালো।
বুক জুড়ে মিশে থাকা,
সূর্যের অভাবী প্রতীক্ষায়...
থাকি আছি হয়ত বা থাকবো
ভোরের আলোর অপেক্ষায় ...
না হয় হারালেই, নাই বা খুঁজি
তাই ভেবে নিলে এপারেও মেঘের আঁধার
বৃষ্টি থই-থই... জলস্তম্ভে
এই বুঝি আকাশের দিকে আমার উড়ান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন