শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬

আমার চোখে ঘুম নেই,স্বপ্ন নেই
স্বপ্নের পলিতে শস্যদানার জাগরণ নেই
মরুভূমির করুণা তলে
প্রেমের ঠোঁট মেলে
তবু চুম্বন উদ্যত মরীচিকা
আমি সাহসে বুক বাঁধি
হৃদয়ের গোপন রেণু মাখি গায়ে
প্রেমিকার ভালবাসার কসম খেয়ে
সামনে দাঁড়াই এ হৃদয় আমার
এই হৃদয়ের নোনাজলে মিশে আছে
আমার প্রেমের ইতিহাস
অনার্য আমি ধরাতলে গর্ভের ঘুম ভাঙাই
তৃণাঙ্কুরের স্বপ্ন জাগাই প্রেমের স্রোত
দ্যাখো আমার ব্যাথিত হৃদয়
এই দ্যাখো অামার প্রেমের শোণিতাক্ত পরিনয়
আমার স্বপ্নের কোনো রঙ নেই,
স্বপ্ন আসে শাদা-কালো দীর্ঘ জাগরণে
রজস্বঃলা রাত্রি ফোটায় মনের আলিঙ্গনে
হৃদয়ের বুক চিরে এখন দারুণ বৃষ্টির ধারাপাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন