শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

রোদ্দুর ভরা এই দিনে,
আজো আমার আকাশ জুড়ে মেঘের ঘণঘটা ।
রংধনুর আলোতে আজো বসে তুমি,
তবে বৃষ্টি শেষে আসে আঁধারেরই যাত্রা ।
ভোরের আলোয় ভিজবো বলে জেগে ওঠি আমি,
তবে তোমার অশ্রুতেই পূর্ণতা পায় ঐ শিশিরের কণা ।
হাসবো বলে অামি পাশে চাই তোমার ভালোবাসাকে,
তবে পাচ্ছি তোমায় মরিচীকা রূপে আমার বাস্তবে ।
দিন শেষে আমি আজ পথহারা পথিক,
গোধুলী সন্ধ্যা বেলা কাটে আজ আমার দিক বিদিক ।
স্রোতের তালে তালে স্বপেতে তুমি বিভোর,
ভাটার মায়াজালে আজ পাচ্ছি বালুচর ।
অনুভবের মাঝে থেকে খুঁজি স্বপ্নকে,
আজ সাদাকালোর দেশেও আসে স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে ।
বিষন্ন এ মন আমার আজ কাঁদে নীরবে,
সাগরের জল পূর্ণ হচ্ছে আজ আমার অশ্রুতে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন