শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

একফোঁটা অন্ধকারে কতটা ক্ষত সারে...
চক্রবৃদ্ধি হারে,
একাকিত্বে ক্ষয়ীষ্ণু হৃদয় গুমরে কাঁদে-
কষ্টরা নিঃশ্চুপ পায়ে এসে
কড়া নাড়ে মনের দুয়ারে
প্রবঞ্চনা কুঁড়ে কুঁড়ে খায়
হৃদপিন্ডের জীবনী শক্তি।

এভাবেই শুরু হয় কবিতার প্লাবন
আর বিবর্ণ নদী জুড়ে ভেসে চলে
গ্রাম্য কবিদের মৃতদেহ...
যেন চির দোসর হয়ে আছে অনন্ত কাল,
থাকুক ক্ষতি নেই আর আজ।
যা হয়ে যায় ভাদ্রের গর্ভিনী নদী ।
একগলা জলে দাঁড়িয়ে
ভিক্ষা চাই তোমার কাছে
দেবী,
দাও গ্রাম্য কবিতার ভাষা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন