শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

বাতাসে উড়িয়েছ আশা,
মাটিতে ছড়িয়েছ আশ্বাস,
সমুদ্রের ঢেউএ জাগিয়েছ আবেগ,
আর সবুজ বনানীতে প্রেম ।
আশা, আশ্বাস, আবেগ, আর প্রেমে ভেসে ভেসে
আমি তাই শেষ ট্রেনের পথ চেয়ে রোজ ।
আজও শেষ ট্রেন হুইশেল বাজিয়ে চলে গেল
তুমি নামলেনা,
কাল নয়, পরশু নয় ,কিম্বা তার আগের দিনও না,
তুমি কি আসবে না?
ধর যদি নাই আসো, চিঠিতো দেবে?
ধর যদি চিঠি নাই দাও, ফোন তো করবে?
ধর যদি ফোন নাই কর, ভুলে তো যাবে ?
কিন্তু তুমি ভোলনি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন