শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

এক আকাশ ওড়না ভিজিয়ে
চমকে দিতেই, কণ্ঠস্বরে ভেসে এলো আদিম তান।
একলা হওয়া এমন দিনে যে সুর উঠলো বেজে
অভিমানী হাওয়ায় দিলেম তাকে ভাসিয়ে...
বলেছিলাম, খুঁজে নিয়ে এসো রঙ্গীন ঠিকানা।
কালো চুলে হাত বুলিয়ে বললাম...
নিয়ে চল আমায় মেঘের গভীরে,
তোর গভীরে, আলোছায়া বাসে মেঘ বলেছিল
এখন প্রদীপ নিভু-নিভু,
আর তুই জানালি, নিভে গেলেই যে অন্ধকার,
তার ওপাশে ভাললাগার গান নাকি আরও সুন্দর।

আমি ডুব দিলাম তোর গভীরে...
বৈঠা ছাড়াই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন