শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

হৃদয়ের মাঝে শঙ্খের ধ্বনি বাজে
আজও জানা হলো না কার আসে
এই মন সদা জাগ্রত থাকে।
কত বসন্ত যন্ত্রনার পাড়ে
কান্নার উল্লাসে ব্যাথিত বুক হাসে,
দুঃখের আধারে ছেয়ে আকাশ
লজ্জায় লুকায় মুখ,
পড়ে বেদনার দীর্ঘশ্বাস।
ভালবাসার প্রথম থেকেই ভেবেছিলাম,
জিতে নেবো তোমায়
পোড়া কপাল আমার
শুধু দিল অবিরাম অশ্রুর ধারা
হৃদ রক্তে শু্ধু দুঃখের ইতিহাস
বৃত্তের ভেতর শূণ্যতার নির্যাস।
মনের মাঝে স্মৃতিদের কত ছবি
প্রতিনিয়তই মারে উঁকি,
স্বপ্নেরা আসে,স্বপ্নেরা চলে যায়,
দিবানিশি দিয়ে ফাঁকি।
স্বপ্ন মোরে রাঙায় না
মেঘের আড়াল স্বপ্নকে ঢাকে
শারিরীক পাপে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন