মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬

আমারী হয়তো ছিল সব ভুল।
রূপ বৈচিত্র নিয়ে প্রকৃতি আমার কাছে
ফ্যাকাশে হয়ে যায় ।
চিরকাল বন্দী হয়ে যাই আমি
বদ্ধ উন্মাদ প্রলাপের কাছে।
মাতোয়ারায় পাগল করে তোলে
তোমার ফুলের কুসুম সুগন্ধ আমাকে
বেমালুম আমি হেরে যাই স্বার্থপরতার কাছে ।
তোমার দিগন্ত বিস্তৃত চুলের অবিন্যস্ত সর্পিল
বিষভার বহন করার ক্ষমতা অবশিষ্ট নেই।
এই হেমন্তে কাশফুলে ছেয়ে গেছে ,
তা তোমারী জন্যে- তোমায় আর আকৃষ্ট
করে না আমার মূল্যহীন প্রেম।
হারিয়ে যাই বড় চেনা বড় জানা এই লোকারণ্যের ভীরে
অন্ধকারে সমর্পণ করি আমি নিজস্ব সত্ত্বাকে ।

1 টি মন্তব্য: