শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

দেয়ালে ফাটল
অভিরাম বৃষ্টিতে
অনুভবের কোন স্পর্শে
মোছে না অযোচিত ধারা।
অনুযোগে তাপিত চোখের ভাষা
বোঝে না উষর মন
উপচে পড়া বৃর্ষ্টির ধারা তাই
বিদ্রোহ করে
আরো ফাটল ধরায়।

ঘটা করে বানানো প্রসাদের গায়ে
শ্যাওলার সাহসী সজীবতা
জমে না সেখানে তাজমহলের গাঁথা।
নৈঃশব্দের আলো মেখে
অশনি হাওয়ারা ভেড়ে নীরবে
যুগল-বন্দীর কোন সুর
ভাসে না আর
শুধু ভাঙনের গোপন ভাঁজের
গভীরতা বাড়ায় ফাটল ধরায়।
নির্বাসিত জলে ভেজা মন তখন
হু হু বাতাসের কানে কানে বলে
“চাইনে জলসম্ভার
শুধু দু’-ফোটা জল দিও চোখে আমার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন