শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

হলে মন, সময়ের স্রোতে
সরণীও দ্বিধা হয়, দুই পথ দুজনের।
তবুও কি দ্বিধা হয় ?
যা থাকে, তা ভিতরেই থাকে
শাঁসের মতন।
নির্বীজ কিম্বা সে বহুবীজ
বৃথা এ প্রশ্নেরা আজ।
শুধু যেন, এখনও সে পর্দায়
এত জোর আছে,
সেই জোরে ঢাকবো তোমায়।
বহুদূর, যন্ত্রণার পথ।
আগাম আহ্বান।
এস বুকে, মিলিত নন্দিত কম্পনে।
সবশেষে কোন এক সর্বনাশ
মোহময় পৃথিবীর এই এক খাঁজ
যেখানে হারায় সব,
ভাল থাকা প্রতীকী আবেশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন