শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

কালো কালো সপ্ন ..
ভূতের মতো ..।
বাঁধ ভাঙা অশ্রু ..ভিজিয়ে দেয় মাটি ..
বন্ধ্যা জননীর
বুকের পাঁজর দিয়ে ..
কলম তৈরী করি !
তাই কবিতা কাঁদে ..।
বাঁশ বাগানের মাথায় পূর্ণিমার চাঁদ
থমথমে ..!
রাতের সাপ ইঁদুরের গর্ত খুঁজে ...
আমিও খুঁজি
কবিতা .. জীবনের গর্তে ..!”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন