শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

মুগ্ধ জোৎস্না ছুঁয়ে যেত তোমার প্রিয় মুখ
চাঁদের আলোয় চোখের জলে ভাসাতে‍া সকল সুখ।
নিমিষেই তোমার ছোঁয়ায় আগুন নিভে যেতো
ছিলো যত ভাবনা আমার দেহ-মনে নির্বিকার।
সর্বাঙ্গ অনভূতি ছিলো যার লজ্জাহীন রাঙায়
উপলব্ধি করত যে শুধু তার অস্থিমজ্জ্বায়।
ধরেছিলে জড়ায়ে বাহুডোর সেই চুম্বন তোমার
বাসনার সীমানা পেরিয়ে কামনার আকুতি আমার।
মৃদু মন্দ অভিমানে হৃদ-ঙ্গায়ে অনুরাগে পুষ্পভরা
বিরহে কাতর আমি ভোরের স্নিগ্ধতার প্রত্যাশ‍ায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন