শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

আমি দেখেছি কষ্টের রংধনু
স্বপ্নভাঙা কষ্টে আমি আজ জর্জরিত
তাইতো কষ্টকে আমি ভালবাসি
আমি আজ কষ্টবিলাসী।
কারন কষ্টকে আমি লালন করি
কষ্ট আমার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে
কষ্ট আমার বক্ষব্যাধি
কষ্ট আমার শরীরের ক্যান্সার
তাই আমি আজ কষ্টবিলাসী।
তোমরা কি জানো কষ্টের কত রঙ?
কষ্ট আমার শরীরটাকে খুবলে খুবলে খাচ্ছে
চোখের জলে স্নান করেছি
আজ কষ্টের কাছে আমি প্রতিবন্ধি
তারপরও কষ্ট আমার সুখ
কষ্টকে আমি সযত্নে ধারন করি
তাই আজ কষ্টবিলাসী আমি ।
কষ্ট ছাড়া আজ আমার
একা লাগে নিঃস্ব লাগে ।
কষ্টই আমার সব ।
আমি তাই আজ কষ্টবিলাসী
তোমরা কি জ়ানো কষ্টের সংজ্ঞা ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন