মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬

অশ্রুসজল চোখে বৃষ্টি নামবে জানি,
আগুনের তপ্ত শিখা শীতল সাগর ছোঁবে,
ধ্রুব তারা তখন খসে পড়বে, শেষ হবে
অন্তিম যন্ত্রনা, একতারায় ছুঁয়ে থাকবে জীবন।
কী ভীষণ অনশনে কেটে যাচ্ছে ক্ষণ,
সহস্র কাহিনীর সৃতিটাকে ঠাঁই দিলাম-
সেই অবুঝ হৃদকাশে। অচিনপুড়ের দেশে।
সাদা মেঘের লাবণ্য মুছে গেছে সহসা
মনের সিঁড়িতে খেলে যায় অস্থিরতা।
বাঁচার অভ্যেস আমাকে বাঁচিয়ে রাখে
ঋতুর বৈরিতায় অভ্যস্ত এই আমি,
হৃদয়ের দেয়ালে মন রেখে ভাবি
শত অতীতের মাঝে তোমার মুখ খানি।
মসৃন তোমার আলগা হাতের ছোঁয়া
দূর আদিগন্তে মিলেমিষে একাকার
বোবা আকাশ, অবুঝ পৃথিবী, একা আমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন