শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

কান্না-হাসির ছলাকলায়
যে প্রেমী দেয় ফাঁকি
গভীর রাতে বাসর শয্যায়
তাকেই কাছে ডাকি।
বেদনাময় একটি হাসি
যখন জেগে ওঠে
অশ্রুভরা চোখের কোণে
ফুল হ’য়ে সে ফোঁটে।
হাসতে হাসতে দুঃখটাকে
চেয়েছিলে চাপতে
কিন্তু সুখের গভীরতা
মোটেও পারনি মাপতে।
পাহাড় সমান দুঃখ নিয়ে
যে-মানুষটি হাসে
কাছের বন্ধু বুকে টানে
সবাই ভালো বাসে।
হাসি দিয়ে কান্না থামাও
দেখাও কারসাজি
মনের দুঃখ মনেই থাকে
জানোনা কি দুর্গতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন