শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

কী অসম্ভব
নেশা জড়ানো
কী নির্লিপ্ত চাহনি
শান্ত মাধুর্য
যেন এক প্রেমময় মহাকাব্য ।
কখনও মনে হয় আনন্দের ঝর্ণা ধারায়
অনিন্দ্য সুন্দরী প্রণয়িনী ।
আবার কখনো বেদনায় ভরা মায়া মাখানো
এক বিষাদ সিন্ধু।
হোক নিশ্চিত তোমার চোখে আমার সমাধি
কল্পনার দৃষ্টির সুখকর কামনায়।
অমরত্বের বর চাইনা আমি-
অসম্ভব সুন্দরের গভীরতায় নিজেকে বিসর্জন
দিয়ে অপ্রাপ্তির সুখ নিতে চাই ।
নীল সাগরের অতল গভীরতায় নির্বাক
নিষ্পলক চোখের তারায় যেন হৃদয়ের পিপাসা
ঠিক যেন অনির্বচনীয় অমৃতের আহ্বান
নীরব চাহনীর মাঝে যেন উত্তাল কোলাহল
দু'চোখের পল্লবে।
তোমার নিখুঁত দৃষ্টির স্বচ্ছ সলিলে
জীবনের না পাওয়া সব আকাঙ্ক্ষা
মিশে যেতে উন্মূখ,
সম্বিত ফিরে পায় বদ্ধ মাতালের নেশা
থমকে দাঁড়ায় পাষাণ হৃদয়
তোমার চোখের পানে চেয়ে
স্নাত আঁখি পল্লবে।
অশান্ত ঝড় থেমে যায় হঠাৎ
তোমার চোখের মায়াবী স্রোতে
চকিতে যৌবন উশৃংখল হয়
এক পলকেই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন