শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

বসে আছি শুধু আমি একা
গোধুলীর শেষে রূপালী আকাশ
নেমে এলো ধুসর অন্ধকার।
পূণিমার চাঁদ যেন বড়ই উদাস
শিশিরের ঝিলমিল জোৎস্নার আভায়
ঝিরঝির বয় শীতের হিমেল বাতাস।
প্রেমীরা সব মেতেছে আজ কুঞ্জবনে
উতাল পাতাল করেছে যে এই মন
হৃদয়ের টানে নিবিড়ে আজ
কেটে যাক এই মধু'ক্ষন,
ফুলে ফুলে প্রজাপতি হয়ে উড়বো
ভ্রমরের সাথে মনের কথা কইবো।
তবু কেন এত ব্যথা জাগে, মনে অশ্রুধারা
হৃদয় বিহঙ্গ বসন্ত বিলাপের মত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন