শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

মানুষের সকল স্বপ্ন তো সত্যি হয় না !
তাই বলে কি মানুষের স্বপ্ন দেখা থেমে থাকে??
কখনই না।
মানুষ বেচে থাকে তার স্বপ্নের মধ্যে। বাস্তবে না হয় নাই পাওয়া গেলো কিন্তু স্বপ্নের মধ্যে মানুষের ভালোবাসা ভালোলাগা, সারা জীবন বেচে থাকে। আর কে জানে কখন কিভাবে কার স্বপ্ন সত্যি হয়ে যায়!! হয়তো যাকে ঘিরে এতো আশা, এতো দীর্ঘ অপেক্ষা তা একদিন সত্যি সত্যি বাস্তবে পরিণত হয়ে যেতে পারে। বাস্তবে মানুষই স্বপ্নের সৃষ্টি করে আর সেই স্বপ্ন কে আঁকড়ে ধরে বেচে থাকে। স্বপ্ন দেখা বা কারো জন্যে অপেক্ষার দীর্ঘ প্রতীক্ষা মানুষের বেচে থাকার অন্তরায় নয় বরং এটাই জীবনের একমাত্র অবলম্বন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন