শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬

আশা ভরা চোখে তার উজ্জ্বল লাবণ্য নন্দিত
শাখায় মঞ্জুরীত নবীন পল্লব মালঞ্চ পুষ্পিত
ক্ষুধাভরা তৃষা জাগে গোপনে অন্তর অস্থির
স্বপ্নের তুলি দিয়ে আঁকে ছবি বিমূর্ত প্রেয়সীর।
এলো বুঝি ঐ দুরন্ত দূর্বার -দিগন্তে নিশ্চিত দেখা যায়
তারুন্য জীবন্ত প্রদীপ্ত যৌবন -আজ কোথায় সে
অসম সাহসী হিমালয় জয়ী সম্রাট মুকুটহীন
আশা-বাণী প্রতীক্ষায় বিশ্ব চেয়ে আছে সেই পথ চেয়ে।
যৌবন জানে বাঁচতে যৌবন জানে মরতে
সুর তরঙ্গে ঢেউ খেলে যায় একা শিবরঞ্জনী
বিচিত্র বর্ণে নানান রঙে জানে সে সাজতে
যৌবন গানে প্রাণ ফিরে পায় মন্ত্র সঞ্জীবনী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন